Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান কার্যাবলী

 

 

অন্যান্য তথ্যাবলীঃ

(১) মোট মৌজাঃ ৭টি

(২) মোট হোল্ডিং ৩৪৪০টি  অর্থবছর ২০১২-২০১৩

(৩) মোট জমিঃ ৪৭৫১.২৪ একর

(৪) মোট খাস জসি ১৫.৫ একর (হালট, রাস্তা, খাল) ইত্যাদি

(৫) মোট অর্পিত জমি ২.৪০ একর

(৬) হাট বাজার ৫ টি

(৭) ২৫ বিঘার পরিবার ১৫ টি

 

* মিউটেশন (নামজারী), জমা খারিজ, জমা একত্রিকরন, ওয়ারিশ কাইম মোকাম, মোকদ্দমা সংক্রান্ত নিয়মাবলীঃ-

* উপরে উল্লেখিত যে কোন ধরনের মোকদ্দমার জন্য সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে দরখাস্ত দাখিল করতে হবে।

* উক্ত দরখাস্ত নির্দিষ্ট ফরম পূরন করে ৭/- টাকা মূল্যের কোর্ট ফি দরখাস্তের সাথে দিতে হবে।

* নামজারীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থ্যাৎ মূল দলিলের সার্টিফাইড কপি, বায়া দলিল সমূহ, উত্তরাধিকারের ক্ষেত্রে ওয়ারিশ সনদ, সংশ্লিষ্ট খতিয়ানের অনুলিপি, হালনাগাদ ভূমি উন্নয়নকরের রশিদ এবং দরখাস্তকারীর পাসপোর্ট সাইজের ছবি।

* মিউটেশন বাবদ খরচঃ

১। আবেদন বাবদ কোর্ট ফি = ৭/- টাকা।

২। নোটিশ জারী ফি = ২/- টাকা প্রতি চারজনের জন্য। চার এর অধিক হইলে প্রতি জনের জন্য ০.০৫ টাকা হারে।

৩। রেকর্ড সংশোধন ফি =২০০/-(দুই শত) টাকা।

৪। প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ২৫+১৮=৪৩/- টাকা।

সর্বমোট = ২৫২/- (দুই শত বায়ান্ন) টাকা।

কত দিনে মিউটেশনের প্রক্রিয়া সম্পন্ন হবে। মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে শুরু করে সর্বচ্চো ৪৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।