মানচিত্রে ১২নং উত্তর দিঘলদী ইউনিয়ন: মানচিত্রে ১২নং উত্তর দিঘলদী ইউনিয়নের আয়তন অনেক বেশী ছিল কিন্তু তেতুলীয়া নদী ১২নং উত্তর দিঘলদী ইউনিয়নের অনেক অংশ বিলীন করে নিয়ে গেছে। যাহা ১২নং উত্তর দিঘলদী ইউনিয়ন বাসীর জন্য হুমকি স্বরুপ তেতুলীয়া নদীর পারের মানুষ অনেক কষ্টে জীবন যাপন করিতেছে।
এটা আমাদের জন্য অভিশাপের কারন। আমরা তার থেকে কিভাবে বাচতে পারি তাহা আল্লাহ পাকই একমাত্র ভালো জানেন। মাঝে মাঝে আমাদের মন্ত্রি মহোদয় জনাব তোফায়েল আহাম্মদ সাহেব আমাদের মাঝে অথ্যাৎ নদীর পাশে ব্লোকের ব্যবস্থা করে আমাদের জন্য অনেক সহযোগিতা করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস