Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি বিষয়ক তথ্য ও ফরম

 

 

ভূমি উন্নয়ন কর সংক্রান্ত তথ্যঃ ১৩৯৪ সাল হইতে ১৩৯৭ বাংলাসাল পর্যন্ত বার্ষিক ভূমি উন্নয়ন করের হার

(ক) কৃষিঃ০.০১ একর হইতে ২.০০ পর্যন্ত প্রতি শতাংশ ০.০৩ টাকা হারে। ২.০১ একর হইতে৫.০০ একর পর্যন্ত

       প্রতি শতাংশ ০.০৩ টাকা হারে ৫.০১ একর হইতে৮.২৫ একর পর্যন্ত প্রতি শতাংশ ০.৫০ টাকা হারে। ৮.২৫

       একর হইতেউর্দ্ধে অর্থ্যাৎ ২০.০০ একর পর্যন্ত প্রতি শতাংশ ২/- টাকা হারে।

(খ)  আবাসিকঃ প্রতি শতাংশ ৫/- টাকা হারে ।

(গ)  বাণিজ্যিকঃ প্রতি শতাংশ১৭/- টাকা হারে।

 

* ১৩৯৮ সাল হইতে ১৪১৮ বাংলা সাল পর্যন্তবার্ষিক ভূমি উন্নয়ন করের হার।

(ক) কৃষিঃ ০.০১ একর হইতে  ৮.২৫ একরপর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফ। ৮.২৫ একর হইতে ১০.০০ একর

       পর্যন্ত প্রতি শতাংশ ০.০৫ টাকা হারে। ১০.০১ একর হইতে উর্দ্ধে অর্থ্যাৎ২০.০০ একর পর্যন্ত প্রতি শতাংশ ১/-

        টাকা হারে।

(খ)আবাসিকঃ প্রতি শতাংশ ৫/- টাকা হারে।

(গ) বাণিজ্যিকঃ প্রতি শতাংশ ১৫/-টাকা হারে।

 

বিঃ দ্রষ্টব্যঃ বকেয়া ভূমি উন্নয়ন করের জন্য বার্ষিক ৬.২৫% হারে সুদ প্রদান করতে হবে।

* মিউটেশন (নামজারী), জমা খারিজ, জমা একত্রিকরন, ওয়ারিশ কাইম মোকাম, মোকদ্দমা সংক্রান্ত নিয়মাবলীঃ-

* উপরে উল্লেখিত যে কোন ধরনের মোকদ্দমার জন্য সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে দরখাস্ত দাখিল করতে হবে।

* উক্ত দরখাস্ত নির্দিষ্ট ফরম পূরন করে ৭/- টাকা মূল্যের কোর্ট ফি দরখাস্তের সাথে দিতে হবে।

* নামজারীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থ্যাৎ মূল দলিলের সার্টিফাইড কপি, বায়া দলিল সমূহ, উত্তরাধিকারের ক্ষেত্রে ওয়ারিশ সনদ, সংশ্লিষ্ট খতিয়ানের অনুলিপি, হালনাগাদ ভূমি উন্নয়নকরের রশিদ এবং দরখাস্তকারীর পাসপোর্ট সাইজের ছবি।

* মিউটেশন বাবদ খরচঃ

১। আবেদন বাবদ কোর্ট ফি = ৭/- টাকা।

২। নোটিশ জারী ফি = ২/- টাকা প্রতি চারজনের জন্য। চার এর অধিক হইলে প্রতি জনের জন্য ০.০৫ টাকা হারে।

৩। রেকর্ড সংশোধন ফি =২০০/-(দুই শত) টাকা।

৪। প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ২৫+১৮=৪৩/- টাকা।

সর্বমোট = ২৫২/- (দুই শত বায়ান্ন) টাকা।

  • কত দিনে মিউটেশনের প্রক্রিয়া সম্পন্ন হবে। মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে শুরু করে সর্বচ্চো ৪৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।