Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উত্তর দিঘলদী ইউনিয়ন

ভোলাশহরের নিকটবর্তী ও সদর উপজেলার সবচেয়ে কাছেরএকটিঐতিহ্যবাহী অঞ্চল হলো উত্তর দিঘলদী ইউনিয়ন । সময়েরপরিক্রমায় আজবাপ্তাইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল, ও ভোলা জেলার মধ্যে একটি স্বনামধন্য ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভকরেছে ।

 

ক) নাম – ১২নং উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৯.৮৮(বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩০,৮৪৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ০৯টি।

চ) হাট/বাজার সংখ্যা -৪টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৬৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ০১টি,

  মাধ্যমিকবিদ্যালয়-০২ টি

  নির্মমাধ্যমিক বিদ্যঃ - ০১ টি

    মাদ্রাসা- ০৭টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব লিয়াকত হোসেন মুনসুর

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০৩ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –  ঈদগাহ মাঠআলহাজ্জ্ব নাছির হাওলাদার বাড়ীর দরজায়,ও মরহুম নাজিউর রহমান মঞ্জুর সাহেবের বাড়ীর দরজায়

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৮জন।