অন্যান্য তথ্যাবলীঃ
(১) মোট মৌজাঃ ৭টি
(২) মোট হোল্ডিং ৩৪৪০টি অর্থবছর ২০১২-২০১৩
(৩) মোট জমিঃ ৪৭৫১.২৪ একর
(৪) মোট খাস জসি ১৫.৫ একর (হালট, রাস্তা, খাল) ইত্যাদি
(৫) মোট অর্পিত জমি ২.৪০ একর
(৬) হাট বাজার ৫ টি
(৭) ২৫ বিঘার পরিবার ১৫ টি
* মিউটেশন (নামজারী), জমা খারিজ, জমা একত্রিকরন, ওয়ারিশ কাইম মোকাম, মোকদ্দমা সংক্রান্ত নিয়মাবলীঃ-
* উপরে উল্লেখিত যে কোন ধরনের মোকদ্দমার জন্য সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে দরখাস্ত দাখিল করতে হবে।
* উক্ত দরখাস্ত নির্দিষ্ট ফরম পূরন করে ৭/- টাকা মূল্যের কোর্ট ফি দরখাস্তের সাথে দিতে হবে।
* নামজারীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থ্যাৎ মূল দলিলের সার্টিফাইড কপি, বায়া দলিল সমূহ, উত্তরাধিকারের ক্ষেত্রে ওয়ারিশ সনদ, সংশ্লিষ্ট খতিয়ানের অনুলিপি, হালনাগাদ ভূমি উন্নয়নকরের রশিদ এবং দরখাস্তকারীর পাসপোর্ট সাইজের ছবি।
* মিউটেশন বাবদ খরচঃ
১। আবেদন বাবদ কোর্ট ফি = ৭/- টাকা।
২। নোটিশ জারী ফি = ২/- টাকা প্রতি চারজনের জন্য। চার এর অধিক হইলে প্রতি জনের জন্য ০.০৫ টাকা হারে।
৩। রেকর্ড সংশোধন ফি =২০০/-(দুই শত) টাকা।
৪। প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি ২৫+১৮=৪৩/- টাকা।
সর্বমোট = ২৫২/- (দুই শত বায়ান্ন) টাকা।
কত দিনে মিউটেশনের প্রক্রিয়া সম্পন্ন হবে। মালিকানা বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে শুরু করে সর্বচ্চো ৪৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS